
একাডেমিক কিংবা চাকরি প্রায় সব পরীক্ষাতেই নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় লিখতে বা বলতে বলা হয়। তখন আমরা অনেকেই ঘাবড়ে যাই নিজের সম্পর্কে ১০ টি বাক্য কিভাবে বলবো?
তবে বেশি ঘাবড়ানোর কিচ্ছু নাই। এই ব্লগ পোস্ট পড়ে নিজের সম্পর্কে ৫ টি, ১০ টি এবং ২০ টি বাক্য অনর্গল বলতে পারবেন।
নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়
কেউ যদি আপনাকে প্রশ্ন করে নিজের সম্পর্কে ১০ টি বাক্য বলো। তখন কিন্তু আমরা মাথা চুলকায়, হিমশিম ও থতোমতো খেয়ে যাই।
আসলে ভয়ের কোন কারণ নাই। নিজের সম্পর্কে দশটি বাক্য কেন অন্তত ২০ টি বাক্য এক নিঃশ্বাসে বলা সম্ভব।
আমাদের নিম্নে থাকা নমুনা পত্র অনুসরণ করে নিজের সম্পর্কে অগণিত বাক্য তৈরি করুন।
- আমার নাম মোঃ পারভেজ হোসেন;
- আমার বাড়ি রাজশাহী বিভাগে;
- আমি অনার্সে পড়াশোনা করি;
- আমার পরিবারে মোট চারজন সদস্য;
- আমি গাছ লাগাতে খুব পছন্দ করি;
- আমার ঘুরতে ভালো লাগে;
- নতুন এবং সৃজনশীল কাজের প্রতি আমি বেশি আগ্রহী;
- প্রতিদিন সকালে ব্যায়াম করতে ভালো লাগে;
- আমি নিয়মিত নামাজ পড়ি;
- বড় হয়ে শিক্ষক হতে চাই।
এইতো হয়ে গেল নিজের সম্পর্কে দশটি বাক্য। আশা করি, আপনিও নিজের সম্পর্কে দশটি কেন বিশটির অধিক বাক্য তৈরি করতে পারবেন।
নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায়
নিজের সম্পর্কে ৫ টি বাক্য বাংলায় নিম্নে উল্লেখ করা হল:-
নিজের নাম বলুন:
নিজের সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই নিজের নাম দিয়ে শুরু করতে হবে। তাই আপনার নাম দিয়ে নিজের সম্পর্কে কিছু বলা শুরু করুন।
নিজের ঠিকানা বলুন:
নিজের নাম বলার পরে, আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা বলতে হবে। অর্থাৎ, আপনি কোন শহরে বসবাস করেন তা বলতে হবে।
নিজের পরিবারের কথা বলুন:
আপনার পরিবারের কতজন সদস্য সেটা বলতে পারেন। এর পাশাপাশি আপনি পরিবারের কত নম্বর সন্তান তাও বলতে পারেন।
নিজের পড়াশোনা সম্পর্কে বলুন:
আপনি কোন ক্লাসে অধ্যায়নরত আছেন অথবা কোন ক্লাসে বর্তমান পড়ালেখা করছেন তা উল্লেখ করতে পারেন।
নিজের শখ সম্পর্কে বলুন:
সর্বশেষ আপনি বড় হয়ে কি হতে চান অথবা আপনার ইচ্ছা কি তার বলুন। আপনি বড় হয়ে শিক্ষক কিংবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবেন তা বলুন। আবার আপনার যদি কোন শখ থাকে সেটাও উল্লেখ করতে পারেন।
নিজের সম্পর্কে ২০ টি বাক্য বাংলায়
অনেকেই ভাববে বাংলায় নিজের সম্পর্কে ২০ টি লেখা বা বলা অনেক কঠিন। কিন্তু এটাও মোটেও কঠিন কোন কাজ না। কেননা, নিজের সম্পর্কে ২০ টি বাক্য যে কেউ বলতে পারবে।
- আমার নাম মোঃ পারভেজ হোসেন;
- আমার বাড়ী রাজশাহীতে;
- আমি পরিবারের ২য় নাম্বার সন্তান;
- আমার পরিবারে মোট ৪ জন সদস্য আছে;
- আমার বাবা স্কুল শিক্ষক;
- আমার মা একজন গৃহিণী;
- আমার ছোট বোন ৮ম শ্রেণীতে পড়ে;
- আমি অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত;
- আমার কলেজের নাম রাজশাহী সিটি কলেজ;
- আমি নিয়মিত নামাজ পড়ি;
- আমি গজল খাইতে পছন্দ করি;
- সৃজনশীল কাজের আগ্রহ রয়েছে;
- আমি ইলেকট্রিক কাজ ভালো পারি;
- আমার বাগান করার শখ আছে;
- আমি ভ্রমণ করতে ভালোবাসি;
- বড় হয়ে আমি শিক্ষক হতে চাই;
- ছোট বাচ্চাদের আমার ভালো লাগে।
এভাবে নিজের ইচ্ছামত নিজের সম্পর্কে আপনি একাধারে ১০০+ বাক্য তৈরি করতে পারবেন।
Leave a Reply