পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

বর্তমানে পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন অনলাইনে। এই পোস্ট শেষ অব্দি পড়ে পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে।

পুরাতন ভোটার আইডি কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে অথবা পুরাতন আইডি কার্ড যদি খুঁজে না পান তাহলে এখন অনলাইনে পুরাতন আইডি কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। 

তো চলুন, পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

পুরাতন আইডি কার্ড চেক করার জন্য সর্বপ্রথম https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। তারপরে পুরাতন আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করুন। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করুন। 

তারপরে, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। এখন মোবাইল নাম্বার লিখে ওটিপি পাঠান বাটনে ক্লিক করুন। এরপরে ওটিপি লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন। 

তাহলে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। এখন ইচ্ছা করলে ডাউনলোড বাটনে ক্লিক করে, পুরাতন ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারেন। 

আরো পড়ুন: ই-পাসপোর্ট অনলাইন আবেদন ফরম

পুরাতন ভোটার আইডি কার্ড চেক ২০২৪ 

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম নিম্নে ধাপে ধাপে বুঝানো হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করে পুরাতন আইডি কার্ড যাচাই করুন। 

ধাপ ১: নির্বাচন কমিশন ওয়েবসাইটে ভিজিট করুন 

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার জন্য সর্বপ্রথম https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। তারপরে রেজিস্টার করুন অপশনে ক্লিক করতে হবে। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ২: পুরাতন আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখুন 

  • জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর- এখানে আপনার পুরাতন আইডি কার্ডের নাম্বার লিখুন। 
  • জন্ম তারিখ- আপনার জন্ম তারিখ লিখুন। প্রথমে জন্ম তারিখ, তারপরে মাস এবং সর্বশেষ সাল লিখুন।
  • ক্যাপচা – উপরের থাকা ক্যাপচা কোড পূরণ করুন।

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

পুরাতন আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সরাসরি সাবমিট বাটনে ক্লিক করুন। 

ধাপ ৩- বর্তমান ঠিকানা সিলেক্ট করুন 

  • বিভাগ- আপনার বর্তমান বিভাগ সিলেট করুন। 
  • জেলা- আপনার জেলা সিলেক্ট করুন।
  • উপজেলা- সঠিক উপজেলা সিলেক্ট করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ৪- স্থায়ী ঠিকানা সিলেক্ট 

এবার আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ সিলেক্ট করুন, তারপরে জেলা এবং সর্বশেষ উপজেলা সিলেক্ট করুন। অতঃপর, পরবর্তী বাটনে ক্লিক করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ৫- বার্তা পাঠান বাটনে ক্লিক করুন 

এই পর্যায়ে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা হবে। নাম্বার যদি সঠিক থাকে তাহলে সরাসরি বার্তা পাঠান অপশন এ ক্লিক করুন। আর যদি নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ৬- মোবাইল নাম্বার যাচাই করুন 

এখন আপনার মোবাইলে একটি যাচাইকরণ কোড এসেছে। এই কোডটি নিচের বক্সে লিখুন। তারপরে বহাল অপশনে ক্লিক করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ৭- NID Wallet অ্যাপটি ইনস্টল করুন 

সরাসরি গুগল প্লে-স্টোর থেকে NID Wallet অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য প্লে-স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ করুন। তারপরে প্রথম অ্যাপটি ইন্সটল করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

ধাপ ৮- Tap To Open NID Wallet অপশনে ক্লিক করুন 

NID Wallet অ্যাপটি ইনস্টল করার পর এখন TAP TO OPEN NID Wallet অপশনে ক্লিক করুন। 

পুরাতন আইডি কার্ড চেক করুন অনলাইনে 

TAP TO OPEN NID Wallet অপশনে ক্লিক করলে সরাসরি NID Wallet অ্যাপে নিয়ে যাবে। এখান থেকে আপনার Face Verification করুন। 

ধাপ ৯- ইউজার নেম ও পাসওয়ার্ড লিখুন 

ভালোভাবে ফেস ভেরিফিকেশন হলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখান থেকে সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করুন। 

ধাপ ১০- আইডি কার্ড ডাউনলোড করুন 

ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে লগইন করবেন। এরপরে ডাউনলোড লেখায় ক্লিক করুন। তাহলে আপনার পুরাতন আইডি কার্ডের PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। 

এভাবেই উপরোক্ত ১০টি ধাপ ভালোভাবে অনুসরণ করে পুরাতন আইডি কার্ড বের করতে পারবেন এবং সেই সাথে ডাউনলোডও করা যাবে।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। তারপরে…. 

  • রেজিস্টার করুন অপশনে ক্লিক করুন;
  • এখন আপনার পুরাতন আইডি কার্ডের নাম্বার লিখুন;
  • জন্ম তারিখ লিখুন;
  • নিচের ক্যাপচা কোড পূরণ করুন;
  • অতঃপর, সাবমিট বাটনে ক্লিক করুন;
  • আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
  • মোবাইল নাম্বার ভেরিফাই করুন; 
  • NID Wallet অ্যাপ ইনস্টল করে ফেস ভেরিফিকেশন করুন;
  • পাসওয়ার্ড সেট করুন;
  • ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;
  • ডাউনলোড অপশনে ক্লিক করুন। 

ব্যাস, মাত্র ১ মিনিটে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন উপরোক্ত পদ্ধতির মাধ্যমে। 

About Md Parvez Hossen 16 Articles
I'm Md Parvez Hossain. I'm professional Blogger and SEO expert. I'm Living in USA.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*