গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার ২০২৫ 

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার ২০২৫ 

গ্রামীন সিমে সমস্যা হয়েছে কিন্তু গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার কত জানেন না? তাহলে এই পোষ্টে জিপি কাস্টমার কেয়ার নম্বর জানতে পারবেন। 

গ্রামীন সিমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। গ্রামীন সিমের সকল সমস্যার সমাধান পাবে কাস্টমার কেয়ারে। এখন ঘরে বসে গ্রামীন কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে সিম সংক্রান্ত যাবতীয় সমাধান পাবেন। 

তাই আসুন, গ্রামীণফোন কাস্টমার কেয়ারের নাম্বার কত তা জেনে নেওয়া যাক। 

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার ২০২৫ 

গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে ১২১। গ্রামীন কাস্টমার কেয়ারে কথা বলতে সরাসরি ফোনের ডায়াল প্যাড থেকে ১২১ এ কল করুন। তারপরে বাংলার জন্য ১ চাপুন। এবার ৭০ পয়সা প্রতি মিনিট কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে ৯ চাপুন।

এরপরে কাস্টমার কেয়ার প্রতিনিধি সাথে আপনার সিম সংক্রান্ত সমস্যার কথা বলতে হবে। অতঃপর, কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে যেসব প্রশ্ন করবে তার উত্তর দেবেন। 

আশা করি, ১২১ নাম্বারে এভাবে ফোন করে গ্রামীণফোন কাস্টমার কেয়ার প্রতিনিধিদের সাথে কথা বলে আপনার সিম সংক্রান্ত সকল সমস্যার সমাধান পাবেন।।

গ্রামীন কাস্টমার কেয়ার নাম্বার

গ্রামীন কাস্টমার কেয়ার নাম্বার ১২১। ১২১ নাম্বারে ফোন করে গ্রামীণফোন সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান পাবেন। 

এছাড়া গ্রামীন কাস্টমার কেয়ারের আরও নাম্বার হচ্ছে ০১৭১১৫৯৪৫৯৪ এবং ০১৭০০১০০১২১ । এই দুই নাম্বারে ফোন করেও গ্রামীন সিম সংক্রান্ত সকল ধরনের সমাধান পাবেন। 

জিপি কাস্টমার কেয়ার নম্বর 

জিপি কাস্টমার কেয়ার নম্বর  হচ্ছে ১২১, ০১৭০০১০০১২১ এবং ০১৭১১৫৯৪৫৯৪। এই তিনটি নাম্বার হচ্ছে জিপি কাস্টমার কেয়ার নম্বর। 

এই তিনটি নাম্বারের যেকোনো একটি নাম্বারে ফোন করে গ্রামীন সিম সংক্রান্ত সকল ধরনের সমস্যার কথা বলতে পারেন। 

গ্রামীণফোন হটলাইন নম্বর কোনটি?

গ্রামীণফোন হটলাইন নম্বর ১২১। এছাড়া ০১৭০০১০০১২১ এবং ০১৭১১৫৯৪৫৯৪ এই দুটিও গ্রামীণফোন হটলাইন নম্বর। 

কিভাবে জিপি কাস্টমার কেয়ারে কথা বলবো? 

জিপি কাস্টমার কেয়ারে কথা বলা একদম সহজ। জিপি কাস্টমার কেয়ারে কথা বলার জন্য প্রথমে ১২১ নাম্বারে ফোন করবেন। তারপরে বাংলার জন্য ১ চাপবেন। 

এবার জিপি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য ৯ চাপতে হবে। অতঃপর, কাস্টমার কেয়ার প্রতিনিধি ফোন রিসিভ করলে আপনার সিম সংক্রান্ত সমস্যার কথা বলুন। 

এভাবেই খুব সহজে ১২১ নাম্বারে ফোন করে জিপি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন। 

About Md Parvez Hossen 16 Articles
I'm Md Parvez Hossain. I'm professional Blogger and SEO expert. I'm Living in USA.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*