
আর্টস নিয়ে পড়তে চাচ্ছেন কিন্তু আর্টস এর সাবজেক্ট কি কি জানেন না? এই ব্লগ পোস্টে আর্টস সাবজেক্ট লিস্ট কি কি তা জানতে পারবেন।
তাই আসুন, দেরি না করে arts subject list সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আর্টস এর সাবজেক্ট কি কি?
বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় তিনটি শাখা বা বিভাগ চালু রয়েছে। এরমধ্যে আর্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থী আর্টস নিয়ে পড়াশোনা করে।
একজন শিক্ষার্থী যখন আর্টস নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক হয়, তখন এ শাখার সাবজেক্ট বা বিষয়গুলো কি কি তা মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায়।
তাই আজকে সে সকল শিক্ষার্থীদের জন্য নিচে আর্টস এর সাবজেক্ট গুলো উল্লেখ করা হল:
আরো পড়ুন: Education Board Result
hsc আর্টস এর সাবজেক্ট কি কি
hsc তে আর্টস এর সাবজেক্ট সর্বমোট ১২টি। hsc আর্টস এর সাবজেক্ট গুলো হচ্ছে…….
- পৌরনীতি ও সুশাসন;
- ভূগোল;
- অর্থনীতি;
- ইতিহাস;
- সমাজবিজ্ঞান;
- সমাজকর্ম;
- মনোবিজ্ঞান;
- যুক্তিবিদ্যা;
- ইসলাম শিক্ষা;
- কৃষি শিক্ষা;
- পরিসংখ্যান;
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
উপরোক্ত এই ১২ টি সাবজেক্ট HSC তে পড়ানো হয়। উপরের সব কয়টি সাবজেক্ট এর প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে।
ইন্টারে আর্টস এর সাবজেক্ট কি কি
ইন্টারে আর্টস এর সাবজেক্ট সর্বমোট ১২টি। ইন্টারে আর্টস এর সাবজেক্ট গুলো কি কি তা উল্লেখ করা হল:
- সমাজবিজ্ঞান;
- সমাজকর্ম;
- মনোবিজ্ঞান;
- যুক্তিবিদ্যা;
- ইসলাম শিক্ষা;
- কৃষি শিক্ষা;
- পরিসংখ্যান;
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি;
- পৌরনীতি ও সুশাসন;
- ভূগোল;
- অর্থনীতি;
- ইতিহাস।
অনার্সে আর্টস এর সাবজেক্ট কি কি?
অনার্সে আর্টস এর সাবজেক্ট অনেকগুলো। নিচে অনার্সে আর্টস এর সাবজেক্ট গুলো কি কি তা বর্ণনা করা হল:
- বাংলা;
- ইংরেজি;
- আরবি;
- রাষ্ট্রবিজ্ঞান;
- অর্থনীতি;
- ইতিহাস;
- ইসলামিক স্টাডিজ;
- ভাষাবিজ্ঞান;
- সমাজবিজ্ঞান;
- নৃবিজ্ঞান;
- মনোবিজ্ঞান;
- দর্শন;
- সমাজ কল্যাণ।
এছাড়াও অনার্সে মানবিক শাখার সাবজেক্ট গুলোর মধ্যে রয়েছে লোক প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃত্যকলা, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি এবং ফারসি ভাষা ও সাহিত্য ইত্যাদি।
Leave a Reply